Logo
Logo
×

খেলা

সাকিবের ফেরার টেস্টে নেই হাথুরুসিংহে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৫:৪১ পিএম

সাকিবের ফেরার টেস্টে নেই হাথুরুসিংহে

দীর্ঘ ১ বছর পর টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। অথচ তার ফেরার টেস্টে থাকতে পারছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শনিবার শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট  শুরু হবে। সিরিজের  দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগাররা পাবে না তাদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।
 
জরুরি ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যেতে হচ্ছে হাথুরুসিংহেকে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরুসিংহের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবি জানিয়েছে, বিসিবি সম্মানের সঙ্গে সকল স্টেকহোল্ডারদের অনুরোধ করছে এই সময়ে হাথুরুসিংহের প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা ও সহানুভূতি প্রদান করার জন্য।

শ্রীলংকার নাগরিক হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাসের কাঁধে পড়েছে দায়িত্ব। তিনি দ্বিতীয় টেস্ট চলাকালীন প্রধান কোচের ভূমিকা পালন করবেন।

সিলেটে হওয়া প্রথম টেস্ট ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। 

আরও পড়ুন

>> ১ বছর পর টেস্ট দলে সাকিব, বাদ মুশফিক-হৃদয়

 
Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম