Logo
Logo
×

খেলা

লিটনদের শট নির্বাচন ‘জঘন্য বিচ্ছির’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৯:২৩ পিএম

লিটনদের শট নির্বাচন ‘জঘন্য বিচ্ছির’

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিলেট টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫১১ রানের টার্গেট তাড়ায় ৩২৮ রানে হেরে যায় বাংলাদেশ। দুই ইনিংসের কোনোটিতে দুইশ ছুঁতে পারেনি বাংলাদেশ দল।

ব্যাটসম্যানদের বাজে শট নির্বাচনেও হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘সবার কাছে যেমন লেগেছে, আমার কাছেও তেমনই। ভালো লাগার কোনো কারণ নেই। হার-জিত নিয়ে আমার অতটা ভাবনা নেই। টেস্টে শ্রীলংকার সঙ্গে জিতবই, এমন আত্মবিশ্বাস আমার ছিল না।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘সমস্যা হার জিত নিয়ে নয়। সমস্যা হচ্ছে, যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের যে মাইন্ডসেট, অ্যাটিটিউড, শট নির্বাচন, এটা জঘন্য, বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে, তারা এই সংস্করণ খেলতে চায় না, অথবা অন্য কোনো সমস্যা। এটা নিয়ে আমরা কষ্ট পেয়েছি।’

পাপন আরও বলেন, ‘এই ধরনের শট নির্বাচন, এই ধরনের মাইন্ডসেট, এটা টেস্টে যায় না। এরা কেউ বাচ্চা ছেলে নয় যে হঠাৎ করে আজকে মাঠে নেমেছে এবং এসব বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এসব নিয়েই আমাদের মন খারাপ হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম