Logo
Logo
×

খেলা

‘এখনো আমার টি-টোয়েন্টি খেলার সামর্থ্য রয়েছে’ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৭:০২ পিএম

‘এখনো আমার টি-টোয়েন্টি খেলার সামর্থ্য রয়েছে’ 

ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ক্রিকেটার টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি আর ৩৭টি ফিফটির সাহায্যে রেকর্ড ৪০৩৭ রান করেছেন।

৩৫ বছর বয়সি এই তারকা ক্রিকেটারকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন। যে কারণে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে বিরাট কোহলি বলেছেন তিনি এখনও টি-টোয়েন্টির খেলার সামর্থ রাখেন। 

গতকাল বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৭৭ রানের টার্গেট তাড়ায় ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরু।  দলের জয়ে ৪৯ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কোহলি। 

দলের জয়ে ম্যাচ সেরা হয়ে বিরাট কোহলি বলেন, ‘বিশ্বের যে প্রান্তেই টি-টোয়েন্টি ম্যাচ হোক না কেন, জানি যে প্রচারণার জন্য আমার নাম ব্যবহার করা হয়। এখনো আমার টি-টোয়েন্টি খেলার সামর্থ্য রয়েছে।’ 
 
এদিন আক্রমণাত্মক ব্যাটিং প্রসঙ্গে কোহলি বলেন, ‘তাদেরকে আমি দারুণ একটা শুরু এনে দেওয়ার চেষ্টা করি। তবে এক প্রান্তে উইকেট পড়তে থাকলে বুঝেশুনে খেলতে হবে। এটা তথাকথিত ফ্ল্যাট উইকেট না।’ 

কোহলি আরও বলেন, ‘খেলা শেষ করে আসতে পারিনি দেখে হতাশ। বলটা স্লটেই ছিল। তবে ডিপ পয়েন্টে তুলে দিয়েছি। তারা জানে আমি কাভার ড্রাইভ খেলতে পছন্দ করি। তাই তারা আমাকে গ্যাপ খুঁজে খেলতে দেয়নি। আপনাকে পরিকল্পনা করেই খেলতে হবে।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম