দেশের প্রথম ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন নাহিদা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে গেলেও খারাপ করেননি নাহিদা।
প্রথম ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ে নাহিদা নেন ২ উইকেট। সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। প্রথমবারের মতো ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারীদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন নাহিদা। নারীদের ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান এটিই। গত ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন নাহিদা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮ ওভারে দুই মেইডেনে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি নাহিদা।
দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুন। অস্ট্রেলিয়ার এলিস পেরির সঙ্গে যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি।