ফিল সল্ট ওপেনিংয়ে নেমে খেললেন ৪০ বলে ৫৪ রানের ইনিংস। ছয় নম্বরে নেমে ১৭ বলে ৩৫ রানের ক্যামিও উপহার দিলেন রমনদ্বীপ সিং। তারপরও ১১৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল কলকাতা নাইট রাইডার্স। মনে হচ্ছিল, সানরাইজার্স হায়দরাবাদ অল্প রানেই আটকে দিতে পারবে স্বাগতিকদের।
সেখান থেকে আন্দ্রে রাসেল শো। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দিলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। যে ইনিংসে ভর করেই ৭ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে ফেললো কলকাতা। অর্থাৎ জিততে হলে ২০৯ করতে হবে হায়দরাবাদকে।
ইডেন গার্ডেনে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে অনেকটা সময় স্বস্তিতেই ছিল হায়দরাবাদ। রান পাননি সুনিল নারিন (২), ভেঙ্কটেশ আয়ার (৭), অধিনায়ক শ্রেয়াস আয়ার (০) আর নিতিশ রানা (৯)।
কলকাতা পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। সেখান থেকে আন্দ্রে রাসেলের ব্যাটে চড়ে বিশাল পুঁজি শাহরুখ খানের মালিকানাধীন দলটির। রাসেল ছাড়াও শেষদিকে ১৫ বলে ২৩ করেন রিঙ্কু সিং।
হায়দরাবাদের টি নটরাজন ৩২ রানে নেন ৩টি উইকেট।