আক্রমণে এসে প্রথম বলেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউয়ের দারুণ ব্যবহারে দিনেশ চান্দিমালকে এলবিডব্লিউ করলেন অফ স্পিনার।
মিরাজের অফ স্পিনে অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি চান্দিমাল। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার।
রিভিউ নেওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না নাজমুল হোসেন শান্ত। উইকেটরক্ষক লিটন কুমার দাসও তেমন উৎসাহী ছিলেন না। তবু একদম শেষ মুহূর্তে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক।
রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে আঘাত করত বল। ফলে রানের খাতা খোলার আগেই বিদায়ঘণ্টা বাজে চান্দিমালের।
১৯.১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৬৪ রান। তাদের প্রয়োজন এখন ১৫৬ রানের।
ক্রিজে নতুন ব্যাটসম্যান ধানাঞ্জয়া ডি সিলভা। ৬০ বলে ২৮ রানে খেলছেন দিমুথ কারুনারাত্নে।