১৪ মাস পর জামিনে মুক্ত ব্রাজিলিয়ান তারকা আলভেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১১:০১ পিএম
ধর্ষণ মামলায় ১৪ মাস পর জামিন পেলেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ।
বুধবার বার্সেলোনার একটি আদালত ১০ লাখ ইউরো মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থায় আলভেজ স্পেন ছাড়তে পারবেন না।
এছাড়া মামলার বাদী বা তার আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে আলভেজকে।
৪০ বছর বয়সি আলভেজ গত মাসে ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জন্য দণ্ডিত হন। রায় ঘোষণার পর আলভেজ সাজা মওকুফের জন্য এবং প্রসিকিউশন সাজার মেয়াদ বৃদ্ধির জন্য আপিল করেছেন। আপিল শুনানির পর চূড়ান্ত রায় পর্যন্ত জামিনে থাকবেন আলভেজ।