আইপিএলের ১৭তম আসরের পর্দা উঠছে আগামীকাল। কখনোই আইপিএল না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা আবারও প্রথম শিরোপার আশায় বুক বেঁধেছেন।
আইপিএল জেতা না হলেও ফ্র্যাঞ্চাইজির ১৬ বছরের ট্রফিখরা এবার কেটেছে। গত রোববার মেয়েদের আইপিএল জিতেছে বেঙ্গালুরুর নারী দল। স্মৃতি মান্ধানাদের সাফল্যের পথ অনুসরণ করে এবার দলের ও নিজের প্রথম আইপিএল জয়ের স্বপ্ন দেখছেন বেঙ্গালুরুর প্রাণভোমরা বিরাট কোহলি।
মঙ্গলবার ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনার পাশাপাশি মেয়েদের চ্যাম্পিয়ন দলকে ‘গার্ড অব অনার’ দেয় বেঙ্গালুরুর ছেলেদের দল। পরে দলের নতুন জার্সি উন্মোচনের পাশাপাশি দলের নামের বানান পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। বেঙ্গালোরের পরিবর্তে এখন থেকে বেঙ্গালুরু নামে খেলবেন কোহলি, সিরাজরা।
ওই অনুষ্ঠানেই মেয়েদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আইপিএল জয়ের প্রত্যয় জানান কোহলি, ‘মেয়েদের সাফল্য অসাধারণ। আশা করি, এবার আমরা ট্রফি জিতে আনন্দ দ্বিগুণ করতে পারব, যা সত্যিই বিশেষ কিছু হবে। আইপিএল ট্রফি জিততে কেমন লাগে, সেই স্বাদ পাওয়াই আমার স্বপ্ন।’