Logo
Logo
×

খেলা

জন্মদিনেই জ্বলে উঠলেন তামিম, ব্যর্থ সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম

জন্মদিনেই জ্বলে উঠলেন তামিম, ব্যর্থ সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ২০ রানের গন্ডিই পেরোতে পারছিলেন না তামিক ইকবাল। ২০২৪ বিপিএলের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তিনি। 

অবশেষে নিজের ৩৫ তম জন্মদিনের দিন ফর্মে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে সাকিব এবারের ডিপিএলে ফেরার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেননি ব্যাটিংয়ে। 

জন্মদিনটা অবশ্য বৃষ্টিস্নাত দিনে মাঠেই কাটাতে হচ্ছে তামিমকে। বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টির কারণে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়েছে ১১টা ৪৫ মিনিটে। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৪ ওভারে। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ ৩১.১ ওভারে অলআউট হয়েছে ১৩১ রানে। ১৩২ রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ব্যাটিং করছেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম। ৬২ বলে তুলে নিয়েছেন ফিফটি।

ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম এরই মধ্যে গড়েছেন ৮৫ রানের জুটি। ডিপিএলে প্রথম তিন ম্যাচে ১৭, ১৬ ও ৬ রানে আউট হওয়া তামিমের ফিফটিকে আজ ফর্মে ফেরার আভাস তো বলাই যায়। 

বিপিএলের পর পেশাদার ক্রিকেটে শেখ জামালের জার্সিতে আজই ফিরেছেন সাকিব। বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনংস বড় করতে পারেননি। 

১৪ বলে ২ চারে করেন ১৯ রান। ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা তুলনামূলক ভালো করছেন সাকিব। ৩ ওভার বোলিংয়ে ১৪ রানে নেন ১ উইকেট। 

সিটি ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটিতেও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১১টা ৪২ মিনিটে শুরু হওয়া ম্যাচটি নেমে এসেছে ৩৪ ওভারে। 

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ৫ উইকেটে করেছে ২১৪ রান। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে সিটি ক্লাব। নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে শেখ জামাল জেতে ২ ম্যাচ ও হেরেছে ১ ম্যাচ। অন্যদিকে সিটি ক্লাব নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম