ভারত সফরে গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য মু্ম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনুশীলন করছিলেন অস্ট্রেলিয়ান তারকা জেসন বেহরেনডর্ফ।
অনুশীলনের সময় একটি বল তার প্যাড মিস করে বাম গোড়ালির ঠিক উপরে আঘাত করলে তার ফিবুলা ভেঙে যায়। যে কারণে আট সপ্তাহের জন্য ছিটকে যান বেহরেনডর্ফ।
অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। মুম্বাই ইন্ডিয়ান্স তার পরিবর্তে লুক উডকে দলে নিয়েছে। গত বছর মুম্বাইয়ের হয়ে দারুণ খেলেছিলেন বেহরেনডর্ফ। ১২ ম্যাচে শিকার করেন ১৪ উইকেট।
গত ১২ মাস দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেন জেসন বেহরেনডর্ফ। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা এবং ভারত সফরে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ম্যাচ খেলে মাত্র ৬.৬০ ইকোনমিতে আট উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ১৭ টি-টোয়েন্টি খেলে ২৪.৬ গড়ে ১৮ উইকেট শিকার করা জেসন বেহরেনডর্ফ জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।