Logo
Logo
×

খেলা

১ দিনে ওয়াটসনের বেতন ১৫ লাখ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১১:০০ পিএম

১ দিনে ওয়াটসনের বেতন ১৫ লাখ

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচের দায়িত্বে ছিলেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের জাতীয় দলের জন্য শেন ওয়াটসনকে কোচের প্রস্তাব দিয়েছিল। রেকর্ড বেতনে পিসিবির কোচের প্রস্তাব পেয়েও রাজি হননি শেন ওয়াটসন। 

পিএসএলে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচিং করিয়ে প্রতিদিন ১৫ লাখ রুপি করে নেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা।

পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কোয়েটার কোচ হিসেবে মোট ১ লাখ ৫০ হাজার ডলার পেয়েছেন ওয়াটসন। পাকিস্তানি মুদ্রায় ৪ কোটি ২০ লাখ রুপি। ছয় দলের পিএসএলে কোয়েটা চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠেছিল। তবে এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে দলটি আর সামনে এগোতে পারেনি।

কোয়েটার কাজে ওয়াটসন পাকিস্তানে অবস্থান করেছেন মোট ২৮ দিন। মোট পারিশ্রমিক ও পাকিস্তানের অবস্থানের সময় অনুসারে প্রতিদিনের জন্য ১৫ লাখ রুপি বেতন নিয়েছেন ওয়াটসন। 

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিএসএলে আর কোনো কোচ কখনই এত বেশি পারিশ্রমিক পাননি। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস কোয়েটার ‘মেন্টর’ হিসেবে এর আগে পেয়েছেন এক লাখ মার্কিন ডলার। তবে করোনা মহামারি শুরুর পর সেটি ৭৫ হাজার মার্কিন ডলারে নেমে আসে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম