নিয়মিত বিরতিতে শ্রীলংকার উইকেট পড়ায় উল্লসিত বাংলাদেশ দল
আজ সোমবার চট্টগ্রামে তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডেতে শুরু থেকেই জ্বলে উঠেছেন বাংলাদেশের বোলাররা। ইতোমধ্যে ৭টি উইকেট নিয়েছেন তারা। ফলে অলআউট হওয়ার পথে রয়েছে সফরকারী শ্রীলংকা।
সর্বশেষ মিরাজের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫৪ রানে ৭ উইকেট হারায় লংকানরা। ৩৩তম ওভারে ১৫০ পূর্ণ করল শ্রীলংকা। ৭৫ বলে এসেছিল প্রথম ৫০, দ্বিতীয় ৫০ করতে লেগেছিল ৬১ বল। সর্বশেষ ৫০ রানও আসে ৬১ বলে।
এখন পর্যন্ত ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে শ্রীলংকা।
মিরাজের আগে শরীফুল, মোস্তাফিজ, রিশাদ ও তাসকিন আঘাত হানেন লংকান শিবিরে। শুরুতেই ব্রেকথ্রু এনে দেন তাসকিন। নিজের প্রথম দুই ওভারে দুই ওপেনারকে বিদায় করে শুরুতেই সফরকারীদের চাপে ফেলেন তিনি। সেই চাপ আর সামলে উঠতে পারেনি তারা।