মেহেদির হ্যাটট্রিকে প্রাইম ব্যাংকের রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৮:৪৬ পিএম
বিধ্বংসী ইনিংস খেলে অসাধারণ এক জয়ের আশা জাগিয়েও শেষপর্যন্ত পারলেন না সাজ্জাদুল; খরুচে বোলিংয়ের পরও শেষ তিন বলে উইকেট নিয়ে ম্যাচের নায়ক শেখ মেহেদি হাসান।
শেষ ওভারে জয়ের জন্য ৫ বলে সিটি ক্লাবের প্রয়োজন ছিল ১৪ রান, শেখ মেহেদি হাসানের টানা দুই বলে চার ও ছক্কা মেরে দলকে জয়ের আভাস দেন সাজ্জাদুল হক। চার বলে প্রয়োজন ছিল মাত্র ৪ রান। খেলার যখন এমন অবস্থা, তখন জয়ের স্বপ্নে বিভোর ছিল সিটি ক্লাব।
কিন্তু ম্যাচের শেষ তিন বলে হ্যাটট্রিক করে প্রাইম ব্যাংককে রোমাঞ্চকর জয় উপহার দেন শেখ মেহেদি। তার অবিশ্বাস্য বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে সিটি ক্লাবকে ৩ রানে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
প্রাইম ব্যাংকের এটি তিন ম্যাচে তৃতীয় জয়, সিটি ক্লাবের তৃতীয় হার।
বিকেএসপি চার নস্বর মাঠে পারভেজ হোসেন ইমনের টানা দ্বিতীয় সেঞ্চুরি ও জাকির হাসানের ৭৭ বলে ৭৯ রানের ইনিংসে ভর করে ৩০৫ রান করে প্রাইম ব্যাংক। রান তাড়ায় অসাধারণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও সিটি ক্লাব থামে ৩০২ রানে।
ম্যাচে নাটকীয়তা ফেরানো সাজ্জাদুল ৩৭ বলে ৫ চার ও ৭ ছক্কায় খেলেন ৭৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩০৫/৮ (পারভেজ ১০০, জাকির ৭৯, মিঠুন ৪২; মেহেদি ৪/৬৪)।
সিটি ক্লাব: ৫০ ওভারে ৩০২/৭ (সাজ্জাদুল ৭৬, কমল ৬৬, জয়রাজ ৫৫; শেখ মেহেদি ৪/৮৬)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩ রানে জয়ী।