Logo
Logo
×

খেলা

শাহিনকে কেন আমিরের কাছে শেখার পরামর্শ দিলেন ওয়াকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম

শাহিনকে কেন আমিরের কাছে শেখার পরামর্শ দিলেন ওয়াকার

শাহিন আফ্রিদি ও ওয়াকার ইউনিস

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস তরুণ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদিকে আরেক বোলার মোহাম্মদ আমিরের কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন। 

শুক্রবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সিজন-৯ এর প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মোহাম্মদ আমিরের পারফরম্যান্স পর্যবেক্ষণ করার পর এমন পরামর্শ দেন ওয়াকার।

প্রথম ওভারে আমিরের ব্যতিক্রমী বোলিংয়ে মাত্র দুই রান নিতে সক্ষম হন ইসলামাবাদ ইউনাইটেডের দুই ওপেনার। তার এমন বোলিংয়ের প্রশংসা করেন রামিজ রাজার মতো ধারাভাষ্যকাররাও।

‘এটা সত্যিই ভালো বোলিং হয়েছে, লেন্থটা দারণ। সে সঠিক লেন্থে বল ফেলে ব্যাটসম্যানকে সংযত রাখতে বাধ্য করে,’ ম্যাচের সময় মন্তব্য করেন রমিজ রাজা।

বক্সে থাকা আরেক ধারাভাষ্যকার ওয়াকার জোর দিয়ে বলেন, ধারাবাহিক লেন্থের জন্য আফ্রিদির এই ধরনের বোলিং অনুসরণ করা উচিত, যেখানে সুইং অনুকূলে থাকে না।

‘আমি আশা করি, শাহিন আফ্রিদি এটি দেখছেন; কারণ আমি মনে করি তাকে আরও প্রায়ই এটি করতে হবে। কারণ প্রথম দিকে যদি এটি (বল) সুইং না হয়, শুধু এই লেন্থে আঘাত করতে হবে,’ যোগ করেন ওয়াকার।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ম্যাচে আমির চার ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। যা ইসলামাবাদ ইউনাইটেডকে নির্ধারিত ২০ ওভারে (৯ উইকেট হারিয়ে) ১৭৪ রানে বেঁধে রাখতে সক্ষম হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম