Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে হারিয়ে যা বললেন শ্রীলংকার কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম

বাংলাদেশকে হারিয়ে যা বললেন শ্রীলংকার কোচ

প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারতেন টাইগাররা। তবে তা হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলংকা।

শুক্রবার এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন লংকান দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। তা ছাড়া শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গাও পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করেছেন। যে কারণে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লংকানদের ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বে প্রশংসায় ভাসিয়েছেন তাদের।

থিলিনা বলেন, ‘আসলে এই দুই ব্যাটার (আসালাঙ্কা ও নিশাঙ্কা) গত কয়েক মাস ধরে রান করে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে রান করছে। বিশেষ করে নিশাঙ্কা আফগানিস্তানের সঙ্গে ডাবল সেঞ্চুরি করেছে। পরে আরেকটি সেঞ্চুরি করেছে। আজকে আরও একটি করল। সে বেশ ধারাবাহিক। সময়ের সঙ্গে সঙ্গে দারুণ পরিপক্ব একজন ক্রিকেটার হয়ে উঠছে।’

আরও পড়ুন: নিশাঙ্কা-আসালঙ্কার ব্যাটে হারল বাংলাদেশ

তিনি বলেন, ‘এখানে কন্ডিশন ও পরিস্থিতি বুঝে খেলতে হয়েছে। সাধারণত এই দুজন বেশ শান্ত ব্যাটার। তারা অনেক তথ্য বের করেছে বাইরে থেকে। তারা দুজন দারুণ বন্ধু। সবসময় একসঙ্গে থাকে। তারা জানে নিজেদের সামর্থ্য সম্পর্কে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’  

থিলিনা আরও জানান, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ আরও ৩ বছর আছে পরের ওয়ানডে বিশ্বকাপের। আমি নিশ্চিত নির্বাচকদের প্ল্যান রয়েছে। যদি প্ল্যানিং ঠিকঠাক থাকে তা হলে পরের বিশ্বকাপে দেখা যাবে অন্তত ৪-৫ জন থাকবে যারা ১০০ ওয়ানডে খেলেছে। সর্বশেষ বিশ্বকাপে এটি হয়নি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার দরকার। তারা আরও ভালো করবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম