১৭ কোটি বেতনে পাকিস্তানের কোচের প্রস্তাব, রাজি না তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৯:২৪ পিএম
পাকিস্তানের ইতিহাসে সব থেকে বেশি ১৭ কোটি রুপি বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ব্যাটসম্যান শেন ওয়াটনসকে। তারপরও রাজি হচ্ছেন না তিনি।
রিচার্ড পাইবাস, বব উলমার, জেফ লসন, ডেভ হোয়াটমোর, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও মিকি আর্থাররা এর চেয়ে অনেক কম বেতনে পাকিস্তানের কোচিং করিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ওয়াটসনের পরিবার রয়েছে। তার সন্তান অনেক ছোট। এছাড়া যুক্তরাষ্ট্রে মেজর লিগে কোচিং করান ওয়াটসন। পিসিবি চাচ্ছে ওয়াটসন যত বেশি সম্ভব পাকিস্তানে থাকুন এবং তৃণমূল থেকে ক্রিকেটারদের তুলে আনার জন্য কাজ করুন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের কোচ ওয়াটসন। তাহলে সে দেশে কোচের দায়িত্ব নিতে কেন এখনো রাজি হচ্ছেন না তিনি। ওয়াটসনকে ভাবাচ্ছে পাকিস্তান ক্রিকেটের চরিত্র। গত কয়েক বছরে যেভাবে একের পর এক চেয়ারম্যান ও নির্বাচক প্রধান বদলেছে এবং তার সঙ্গে দলের সাপোর্ট স্টাফ বদলেছে তাতে ভরসা রাখতে পারছেন না ওয়াটসন। সেই কারণে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।