Logo
Logo
×

খেলা

এমবাপ্পের খুলির মতো স্যান্ডউইচ বানিয়ে মামলা খেলেন হেনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৪:৩৩ পিএম

এমবাপ্পের খুলির মতো স্যান্ডউইচ বানিয়ে মামলা খেলেন হেনি

স্যান্ডউইচে অনুমতি না নিয়ে তার নাম ব্যবহার করায় এক কাবাব প্রস্তুতকারকের বিরুদ্ধে মামলা করেছেন কিলিয়ান এমবাপ্পে। 

ইএসপিএন জানিয়েছে, কাবাব দোকানটির মালিকের নাম মোহাম্মদ হেনি। তিনি ফরাসি ফুটবলে পরিচিত মুখ এবং মার্শেইভিত্তিক একজন ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা ১৮ লাখ।

জানা গেছে, হেনি তার দোকানের ‘ক্লাব কাবাব’ নামে একটি স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন। স্যান্ডউইচের ধরনের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, ‘এটা বেকারির গোলাকার রুটি, একদম এমবাপ্পের মাথার খুলির মতোই গোলাকার।’ 

স্যান্ডউইচটি অনলাইন খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম উবার ইটস এর মাধ্যমে সরবরাহ করা হয়।

বিষয়টি জানতে পেরে হেনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন এমবাপ্পে। কারণ, অনুমতি না নিয়ে স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন তিনি। 

তাকে এরই মধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেন। এমনকি হেনিকে আদালতে নেওয়ার আগে আগামী আট দিনের মধ্যে তার খাদ্যতালিকা থেকেও এমবাপ্পের নাম সরাতে হবে।

এদিকে এমবাপ্পে আইনি ব্যবস্থা নেওয়ায় হতবাক হয়েছেন হেনি। ইনস্টাগ্রামে তিনি পিএসজি তারকার উদ্দেশে বলেছেন, ‘তোমার কি লজ্জা হয় না? তোমার কি আর কিছু করার নেই? এত নিরর্থক ব্যাপার নিয়েও আমার বিরুদ্ধে মামলা? এটা অবিশ্বাস্য। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম