Logo
Logo
×

খেলা

ওপেনিং জুটিতেই শ্রীলংকার পঞ্চাশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম

ওপেনিং জুটিতেই শ্রীলংকার পঞ্চাশ

পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। আভিশকা ফার্নান্দোকে ফেরালেন তানজিম হাসান। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় কট বিহাইন্ড হলেন লংকান ওপেনার।

আভিশকার বিদায়ে ভাঙল ৭১ রানের উদ্বোধনী জুটি। ৫ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৩ রান করে ফিরলেন তিনি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান কুসাল মেন্ডিস। ২৬ বলে ৩৫ রানে খেলছেন পাথুম নিসাঙ্কা।

১০ ওভারে শ্রীলংকার সংগ্রহ ১ উইকেটে ৭১ রান।

সপ্তম ওভারে শ্রীলংকার পঞ্চাশ

শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ওপর চড়াও হয়ে সপ্তম ওভারে পঞ্চাশ রান পূর্ণ করেছে শ্রীলংকা। ৭ ওভারে তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫২ রান।
সপ্তম ওভারে শরিফুলের শর্ট বলে ম্যাচের প্রথম ছক্কা মেরে দলকে পঞ্চাশে পৌঁছে দেন আভিশকা ফার্নান্দো। ২৭ বলে ২৯ রানে অপরাজিত তিনি। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা খেলছেন ১৫ বলে ২০ রানে।

এখন পর্যন্ত ৪ ওভারে শরিফুলের খরচ ৩১ রান। এক মেডেনসহ ৩ ওভারে ২১ রান দিয়েছেন তাসকিন।  

এর আগে শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।  বুধবার দুপুর আড়াইটায় প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। সে ম্যাচের আগে স্বাগতিক দলের একাদশ নিয়ে কৌতূহল ছিল।  

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড সফরে। সে সিরিজের দলে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ ছিলেন না। মিডলঅর্ডারে অভিজ্ঞতার ঘাটতি কমাতে লিটন দাসকে চারে নামানো হয়। তাতে বহুদিন পর সুযোগ মেলে সৌম্য সরকারের। 

কিন্তু সাকিব এখনো না ফিরলেও এবার মাহমুদউল্লাহ আছেন। সেক্ষেত্রে লিটনের চারে নামার প্রয়োজনীয়তা কমে এসেছে। কিন্তু আজও লিটন চারে নামবেন কিনা, এমন প্রশ্নে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘কাল যখন ব্যাটিংয়ে নামবে তখনই জানবেন।’ 

বাংলাদেশএকাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম