Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১০:১৩ পিএম

বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন কোহলি

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের এই টুর্নামেন্টের জন্য এপ্রিল মাসেই দল ঘোষণা করতে হবে আসরে অংশ নিতে যাওয়া দলগুলোকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এমনটাই বলা হচ্ছে টেলিগ্রাফের প্রতিবেদনে।

সেই প্রতিবেদনে বলা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে স্লো পিচে খেলা হবে; এই পিচে নাকি সেভাবে কার্যকর হতে পারবেন না কোহলি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে খেলেননি কোহলি।

কোহলি-রোহিতকে পরখ করে নেওয়ার জন্য ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল। সেই সিরিজে কোহলি সেভাবে নজর কাড়তে পারেননি। কোহলির সঙ্গে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের আলোচনা হয়েছে। নির্বাচকরা কোহলিকে বিশ্বকাপে রাখতে ইচ্ছুক নন।

কোহলির পরিবর্তে যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিংদের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টদের সুযোগ দেওয়ার পক্ষপাতী নির্বাচকরা। রোহিত শর্মাকে অধিনায়ক করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে ভারত। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম