Logo
Logo
×

খেলা

সাকিবের সেই মন্তব্যের জবাব দিলেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০১:৫৫ এএম

সাকিবের সেই মন্তব্যের জবাব দিলেন তামিম

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারে তামিমকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন তিনি। 

সে সময় ব্যাটিং পজিশন নিয়ে তামিমের সিদ্ধান্তকে ‘বাচ্চাদের’ মত আচরণ বলে অভিহিত করে সাকিব বলেছিলেন, ‘ব্যাপারটা এমন যে আমার ব্যাট আমিই খেলব’। দেরিতে হলেও সাকিবের সেই মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিয়েছেন তামিম। 

সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘আমার ব্যাট আমিই খেলব’, ‘শিশুসূলভ আচরণ’ এমন কথা পীড়া দেয় কিনা জানতে চাওয়া হয় তামিমের কাছে।

জবাবে দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব আছে। প্রতিটি ব্যক্তির নিজস্ব চিন্তাধারা আছে। আমি এমন ব্যক্তি নয় যে গণমাধ্যমে এসে নিজের সহকর্মী সম্পর্কে মন্তব্য করবেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম