গত বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন মোহাম্মদ শামি। মাত্র ৭ ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন ভারতীয় এই তারকা পেসার।
গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি শামির। চোটের কারণে তার অস্ত্রোপচার করতে হয়েছে। যে কারণে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না শামির।
সোমবার সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানান, শামির অস্ত্রোপচার হয়েছে। আশা করছি সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফিরতে পারবে।
চোট পাওয়া তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল প্রসঙ্গে জয় শাহ বলেন, রাহুলের একটা ইঞ্জেকশনের দরকার ছিল। ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে রিহ্যাব শুরু করেছে।