বিশ্বকাপের আগে ‘তামিমকে কেউ বলেনি তুমি দলে নেই’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৪:৪৭ পিএম
গত বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের দলে না থাকা নিয়ে অনেক নাটক হয়েছে। অভিজ্ঞ এই ওপেনারকে দলের বাইরে রেখে বিশ্বকাপ খেলতে গিয়ে চরম ব্যর্থ হয় বাংলাদেশ।
গত বছরের ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার আগে তামিমকে ফোন করা হয়েছিল বলে জানান সেই সময়ের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাবিবুল বাশার বলেন, ‘আমাদের দিক থেকে কোনোভাবেই সম্ভব হয়নি। আমাদের বিশ্বকাপ দলে তামিম সবসময় ছিল। আমার যতটুকু মনে পড়ে, আমরা যেদিন বিশ্বকাপের দল ঘোষণা করি সেদিন সকালেও তামিমকে ফোন করা হয়েছিল। আমরা জানতে চেয়েছিলাম, বিশ্বকাপ দলে সে থাকতে চায় কিনা। নির্বাচকদের দিক থেকে আসলে তেমন কিছু করার ছিল না। তামিমই আমাদের বলেছিল, তাকে বিবেচনা না করতে। তাকে কেউ বাদ দেয়নি, সে নিজে সরে গেছে।’
তামিম ইকবাল ইস্যুতে বিসিবির সাবেক এই নির্বাচক আরও বলেন, ‘তামিম এখনো দুর্দান্ত ক্রিকেটার। তামিমকে কিন্তু কেউ বলেনি তুমি দলে নেই বা দলে থাকবা না। সে থাকার সময় আমাদের ওপেনিং জুটিটা একদম ফিক্সড ছিল। তখন যত দেশ খেলছিল আমাদের ওপেনিং জুটিটাই ভালো করছিল। তামিম-লিটন জুটিটা ভেঙে যাওয়াটা হতাশার ছিল এবং এটা আমাদের পুরো বিশ্বকাপেই ভুগিয়েছে।’