Logo
Logo
×

খেলা

ঢাকা লিগ শুরু আগামীকাল, প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৯:১২ পিএম

ঢাকা লিগ শুরু আগামীকাল, প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে খেলবেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে তামিমের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে- ‘সবচেয়ে বিশ্বস্ত কাঁধেই থাকছে অধিনায়কত্বের ভার; প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান!’

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিমের নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বিপিএলের মতো ঢাকা লিগেও তামিমের নেতৃত্বে দারুণ কিছু দেখার অপেক্ষায় প্রাইম ব্যাংক। বিপিএলে বরিশালের হয়ে খেলা সৌম্য সরকার, মুশফিকুর রহিমদের মতো তারকা ক্রিকেটারকে ঢাকা লিগেও সতীর্থ হিসেবে পাচ্ছেন তামিম। 

প্রাইম ব্যাংক দলে আরও আছেন- মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন অপু, নাইম ইসলামের মতো তারকা ক্রিকেটাররা।

আগামীকাল সোমবার শুরু হবে ঢাকা লিগ। প্রথম দিনে ফতুল্লা খান সাহেব ‍ওসমান আলী স্টেডিয়ামে তামিমদের প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম