Logo
Logo
×

খেলা

খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে ইউসুফ পাঠান 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৬:৫১ পিএম

খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে ইউসুফ পাঠান 

ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে নতুন ক্যারিয়ার গড়তে যাচ্ছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইউসুফ পাঠান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জাতীয় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন ইউসুফ। 

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ভারতীয় জাতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন। এ নির্বাচনে পশ্চিমবঙ্গের বহরামপুর আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন ইউসুফ। ইতোমধ্যে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নাম রয়েছে ইউসুফ পাঠানের।

কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। 

ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন দুই ফিফটিতে ১ হাজার ৪৬ রান। আর বল হাতে শিকার করেন ৪৬ উইকেট।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপাও জিতেন। ২০১৪ সালের আইপিএলে মাত্র ১৫ বলে রেকর্ড দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম