Logo
Logo
×

খেলা

বাবরদের আউট করে আকিলের হ্যাটট্রিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম

বাবরদের আউট করে আকিলের হ্যাটট্রিক

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) হ্যাটট্রিক করেছেন ক্যারিবীয় তারকা আকিল হোসেইন। শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশাওয়ার জালমির বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট পেয়েছেন এই স্পিনার। কোয়েটার প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন আকিল।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কোয়েটা ও পেশাওয়ার। যেখানে পেশাওয়ারের ইনিংসের ১৬তম ওভারে হ্যাটট্রিক করেন আকিল। 

১৬তম ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমির জামাল। পরের বল স্টাম্পে টেনে আনেন মেহরান মুমতাজ। চতুর্থ বলে স্লিপে ধরা পড়েন লুক উড।

এর আগে পেশাওয়ার অধিনায়ক বাবর আজমের উইকেটও নেন আকিল। এদিন সব মিলিয়ে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান এই স্পিনার।

পিএসএলের এবারের আসরে এটিই প্রথম হ্যাটট্রিক। তবে সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আকিল। 

আকিলের আগে হ্যাটট্রিক করা পাঁচজন হলেন— মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)।

যদিও আকিলের হ্যাটট্রিক বিফলে গেছে। তার দুর্দান্ত বোলিংয়ের পরও বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে পেশোয়ার। জবাবে ১৭.৫ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় কোয়েটা, হারে ৭৬ রানের বড় ব্যবধানে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম