Logo
Logo
×

খেলা

সরে দাঁড়ালেন মাসাকাদজা

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০১:৫০ এএম

সরে দাঁড়ালেন মাসাকাদজা

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর জিম্বাবুয়ের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তার কাজে সবাই খুশি হলেও জিম্বাবুয়ে ২০২৪ টি ২০ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় মাসাকাদজা নিজেই ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদ থেকে সরে দাঁড়ালেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ট্রেনও মিস করেছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাসাকাদজা পদত্যাগপত্রে বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। বলেছেন, ‘আমার সময়ে যথেষ্ট অগ্রগতি হলেও এটা সত্যি যে, উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের কারণে আমরাই একমাত্র পূর্ণ সদস্য দেশ যারা আগামী টি ২০ বিশ্বকাপে অংশ নিতে পারছে না। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অধ্যায়। ডিরেক্টর অব ক্রিকেট হিসাবে পুরো দায় নিয়ে আমি সরে দাঁড়াচ্ছি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম