Logo
Logo
×

খেলা

জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১২:৫০ পিএম

জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল দুপুর ১২টার দিকে শুরু হবে এ সভা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

শনিবার বিসিবির এই জরুরি সভায় বোর্ডের ২৫ পরিচালকের সঙ্গে উপস্থিত থাকবেন সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। 

এই সভার প্রধান এজেন্ডা থাকবে, আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। এজিএম হওয়ার আগে কিছু বিষয় বোর্ডে পাশ করাতে হয়, মূলত সে কারণেই বিসিবির এ সভা।

২০২২ সালের জুনে সবশেষ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এর পর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এই বার্ষিকসভা। আগামীকাল বোর্ডসভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।

এ ছাড়া পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে আগামীকালের বোর্ড সভায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম