Logo
Logo
×

খেলা

বিপিএলে খেলতে চায় চারটি নতুন দল, যা বললেন পাপন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১২:০৫ পিএম

বিপিএলে খেলতে চায় চারটি নতুন দল, যা বললেন পাপন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শেষ হতে না হতেই খবর এসেছে আগামী আসরের জন্য নতুন দল পেতে আগ্রহী একাধিক নতুন ফ্রাঞ্চাইজি। কিন্তু সেটি যে সম্ভব হবে না সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন।

বৃহস্পতিবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয়, খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম, তা হলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।

তিনি বলেন, বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, যেমন হোটেল দরকার সব জায়গায়, সে সুযোগগুলো নেই। আমাদের লক্ষ্য হচ্ছে— আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব।

আরও পড়ুন: ‘টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারি’

এদিকে বিপিএল শেষ হতে না হতেই ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলছেন টাইগাররা। প্রথম ম্যাচে দারুণ লড়াই করে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা এনেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে জয় তুলে সিরিজ জিতবে বাংলাদেশ এমন প্রত্যাশা করছেন বোর্ড সভাপতি। কিন্তু সব কিছু ছাড়িয়ে টি-টোয়েন্টি মেজাজে বাংলাদেশের খেলা দেখে খুশি নাজমুল হাসান।

বিসিবি সভাপতি বলেন, আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই—এর পরও ওরা যে সাহস নিয়ে খেলছে, এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।

লম্বা সময় পর মাহমুদউল্লাহর জলে ওঠাতে অবাক হননি পাপন। তার মতে রিয়াদের ক্লাশ নিয়ে সন্দেহ ছিল না কখনই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম