Logo
Logo
×

খেলা

‘টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৭:০৫ পিএম

‘টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারি’

ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচিত টেস্টে এখনো শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। গত এক দশক ধরে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে টাইগাররা। 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট তথা টি-টোয়েন্টিতে ভালো খেলার ব্যাপারে আশাবাদী ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

বৃহস্পতিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাপন বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’

শ্রীলংকার বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মতো তারকাকে ছাড়াই দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও বাংলাদেশ মাত্র ৩ রানের জন্য হেরে যায়। ম্যাচ হারলেও টাইগারদের অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশের মানুষ।

গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরে বাংলাদেশ দল। 

টাইগারদের এমন পারফরম্যান্সের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দলে তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই- এরপরও মাহমুদউল্লাহ, জাকির আলি, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়রা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’ 

আগামী শনিবার সিরিজের শেষ আর ‘অঘোষিত’ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম