Logo
Logo
×

খেলা

সুখবর পেলেন অস্ট্রেলিয়ান তারকা গ্রিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম

সুখবর পেলেন অস্ট্রেলিয়ান তারকা গ্রিন

পেস বোলিং অলরাউন্ডার তিনি। এখন ব্যাট হাতে উজ্জ্বল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ১৭৪* রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে এবার র‌্যাংকিংয়েও বড় লাফ দিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।

বুধবার প্রকাশিত টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২৩তম স্থানে উঠে এসেছেন গ্রিন। পিছিয়েছেন তার তিন সতীর্থ।

স্টিভ স্মিথ এক ধাপ পিছিয়ে তিনে, মার্নাস লাবুশেন পাঁচ ধাপ পিছিয়ে ১৩ নম্বরে এবং ট্রাভিস হেড এক ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। স্মিথের অবনমনে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। শীর্ষে যথারীতি নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।

টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার নাথান লায়ন দুই ধাপ এগিয়ে ছয়ে ও জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে চারে উঠেছেন। পাঁচে অসি অধিনায়ক প্যাট কামিন্স।

এছাড়া নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (১৮) সাত ধাপ ও গ্লেন ফিলিপস (৪৮) এগিয়েছেন ১৯ ধাপ। আগের মতো শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম