জাকেরের পারফরম্যান্সে মুগ্ধ শ্রীলংকান কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৯:৪০ পিএম
মাত্র ৩৪ বলে ৬৮। বুঝতেই পারছেন জাকের আলীর কথা বলা হচ্ছে। সিলেটের ছেলের অমন দুর্দমনীয় ইনিংসও সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে রক্ষা করতে পারেনি বাংলাদেশকে।
তিন রানের দুর্ভাগ্যজনক হারে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা পিছিয়ে পড়েছে। ১-০তে এগিয়ে গেছে শ্রীলংকা। আগামীকাল দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নাজুল হোসেনদের। হারলে সিরিজ হাতছাড়া।
সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ের আগেরদিন বাংলাদেশ দল কাল হোটেলে বিশ্রামে কাটিয়েছে।। শিশির ভেজা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।
প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানে চার উইকেট হারানোর পর ভূমিপুত্র জাকের এবং মাহমুদউল্লাহর লড়াকু ফিফটি ২০০-র বেশি রান তাড়া করার স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে। মাহমুদউল্লাহর সঙ্গে ৪৭ এবং মেহেদী হাসানের সঙ্গে ৬৫ রানের ঝড়ো জুটিতে জাকের সমীকরণ নিয়ে গিয়েছিলেন শেষ ওভারে ১২ রানে। বাদ সাধেন শানাকা। স্বাগতিকদের তরী ডোবে তীরে এসে।
২৬ বছরের জাকেরের প্রশংসায় পঞ্চমুখ শ্রীলংকার লিজেন্ড সনথ জয়সুরিয়া। মঙ্গলবার সিলেটে পৌঁছে দ্বীপদেশটির হয়ে ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য জয়সুরিয়া বলেন, ‘বাংলাদেশের সিরিজে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রথম ম্যাচে ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে। বিশেষ করে জাকের ও মাহমুদউল্লাহ। আমি অল্প সময় দেখেছি জাকেরের ব্যাটিং। তারা ভালোভাবেই লড়াইয়ে ফিরেছিল। কিন্তু চাপের মুহূর্তে দারুণ বোলিং করেছে দাসুন শানাকা। আমি মনে করি, শ্রীলংকা সিরিজ জিতবে।’
শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) পরামর্শক সাবেক লংকান অধিনায়ক জয়সুরিয়া এরআগে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলমান বাংলাদেশ সিরিজ শ্রীলংকার শেষ টি-টোয়েন্টি সিরিজ। তাই এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তারা।