Logo
Logo
×

খেলা

‘তিন ফরম্যাটে অধিনায়কত্ব অবশ্যই চ্যালেঞ্জিং’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

‘তিন ফরম্যাটে অধিনায়কত্ব অবশ্যই চ্যালেঞ্জিং’

জাতীয় দলের অধিনায়ক হওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে নাজমুল হোসেন শান্তর। একই সঙ্গে তিন ফরম্যাটেরই অধিনায়ক তিনি। আলাদাভাবে তিন ফরম্যাটে উন্নতি করা তার নতুন চ্যালেঞ্জ।

সবার আগে শ্রীলংকার বিপক্ষে টি ২০ সিরিজ দিয়ে সেই পরীক্ষায় নামছেন নাজমুল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। শ্রীলংকার কোচ ক্রিস সিলভারউডের দাবি, সিরিজে শ্রীলংকাই ফেভারিট।  

নেতৃত্ব নিয়ে কাল নাজমুল বলেন, ‘নেতৃত্ব অবশ্যই অনেক আনন্দের। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার।’

তিনি বলেন, ‘কাজটা আমার জন্য অবশ্যই এখন আরও চ্যালেঞ্জিং (তিন ফরম্যাটে অধিনায়ক)। তবে পরিকল্পনা করার দিকটা সহজ হবে। প্রত্যেক খেলোয়াড় সম্পর্কে জানতে পারব। খেলার মধ্যেই থাকি, কথা হয়, দেখা হয়। আশা করছি ভালো কিছু হবে।’ 

এদিকে শ্রীলংকান কোচ সিলভারউড বলেন, ‘আশা করছি এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। আগে কী হয়েছে সেটা এখন অতীত। সামনে যা আছে আমরা সেটা নিয়েই ভাবতে চাই। সামনেই বিশ্বকাপ রয়েছে। তাই দলটাকে নতুন করে সাজানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।’ 

তিনি বলেন, ‘সবাই এখন নিজেদের দল সাজাচ্ছে। সব মিলিয়ে আমাদের বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে। এটা ভেবে ভালো লাগছে যে আমাদের সামনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ রয়েছে। আমি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের অপেক্ষায় আছি। দুদলের অনেক ভালো ক্রিকেটার আছে। আনন্দদায়ক সিরিজ হবে। অতীতের কথা না ভেবে সামনে কী আছে সেটা নিয়ে ভাবতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম