ভারতীয় ক্রিকেটে ঈশান-শ্রেয়াসকে নিয়ে তোলপাড়, যা বললেন সৌরভ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম
ভারতীয় ক্রিকেটে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। রঞ্জি ট্রফিতে না খেলায় এই দুই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি, জাতীয় দলের বাইরে থাকা ঈশান ও শ্রেয়াস ফিট থাকা সত্ত্বেও নিজ নিজ রাজ্য দলের হয়ে না খেলায় তাদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
ঈশান- শ্রেয়াসকে নিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘ওরা দুজনেই লাল ও সাদা বলের ক্রিকেট খেলতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি আইপিএল ক্যারিয়ারও বড় হবে তাতে। দুটির সূচি তো আর সাংঘর্ষিক না। প্রথম শ্রেণির ক্রিকেট শেষ হওয়ার পর আইপিএল শুরু হতে মাঝে প্রায় এক মাস সময় থাকে। তাই আমি কোনো সমস্যা দেখি না। অনেক উঁচু মানের খেলোয়াড় টেস্টের পাশাপাশি সাদা বলেও খেলেন।’
বিশ্বের তারকা ক্রিকেটারদের উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘মিচেল মার্শ অস্ট্রেলিয়ার লাল বলের প্রধান ক্রিকেটার। হ্যারি ব্রুক লাল বলের ক্রিকেট খেলে। ডেভিড ওয়ার্নার প্রচুর টেস্ট খেলে এবং সে কিন্তু সাদা বলেও অন্যতম সেরা। এমনকি আমাদের সময়েও শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং আমি টেস্টের পাশাপাশি সাদা বলেও খেলেছি। তাই এ কথা বলার সুযোগ নেই যে এক সংস্করণে খেলব, অন্যটিতে পারব না।’