বিপিএলে দুর্দান্ত পারফরম করেও জায়গা মেলেনি জাতীয় দলে মোহাম্মদ সাইফউদ্দিনের। আসন্ন শ্রীলংকার বিপক্ষে সিরিজে কোনো ফরম্যাটেই নেই এই পেস বোলিং অলরাউন্ডার। তবে সেটি নিয়ে কোনো আক্ষেপও নেই তার।
বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় সাইফউদ্দিন বলেন, না, না। আক্ষেপ নেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিসিবি আমাকে মনে করেছে বিশ্রাম প্রয়োজন। আমি মনে করি পুরো ফিট হয়ে গেলে ভালো হবে।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছে কিনা এই প্রশ্নে সাইফউদ্দিন বলেন, না, প্রথম যখন এসেছিলাম আমি জিজ্ঞেস করেছি— কী ব্যাপার, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, রিপ্লাই দেননি।
বলেছেন, খেয়াল করিনি। তুমি তো এখন ইনজুরড। সুস্থ হলে পরিকল্পনা করব তোমাকে নিয়ে। এখন মেসেজ দেব কিনা মুডের ওপর নির্ভর করবে।