বিশ্বব্যাপী আর্জেন্টিনার ভক্ত। তবে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ভক্তরা আলাদা একটা উন্মাদনা তৈরি করতে পেরেছে। খোদ আর্জেন্টাইনদের মুখে শোনা গেছে বাংলাদেশ নিয়ে মুগ্ধতা।
ওই সময় লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের এ দেশের মানুষের আবেগ যেন আরও ছুঁয়ে গেছে।
আরও পড়ুন: শিরোপা জয়ে তামিমের স্ত্রীর আবেগঘন পোস্ট
এর ধারাবাহিকতায় বাংলাদেশ ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশে আসতে পারেন আরেক তারকা ডি মারিয়া।
এর মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে ডি মারিয়ার অটোগ্রাফসহ জার্সি উপহার দিলেন শতদ্রু দত্ত।
বিপিএলের ফাইনাল দেখতে শুক্রবার ঢাকায় আসেন শতদ্রু। মাঠে উপস্থিত ছিলেন পাপনও। খেলার এক ফাঁকে পাপনকে ডি মারিয়ার সাইন করা জার্সিটি উপহার দেন কলকাতার এই ক্রীড়া উদ্যোক্তা।
গতকাল রাতেই নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন শতদ্রু দত্ত।
জার্সি হাতে তুলে দেওয়ার মুহূর্তের ওই ছবির ক্যাপশনে শতদ্রু লেখেন, বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বর্তমান বিসিবি সভাপতি পাপন সাহেবের হাতে ডি মারিয়ার অটোগ্রাফ করা জার্সি তুলে দিতে পেরে ভালো লাগছে।