Logo
Logo
×

খেলা

বিপিএলে পুরস্কার পেলেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৯:৩৩ এএম

বিপিএলে পুরস্কার পেলেন যারা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। এর আগে তিনবার ফাইনালে উঠলেও শিরোপা না পাওয়ার বেদনা ছিল বরিশালের। অবশেষে সেই ক্ষতে তারা প্রলেপ দিতে সক্ষম হলো।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রাফির শোকেসটা পাঁচে পাঁচ হয়নি। বরং বিপিএলের প্রথম শিরোপা ধরা দিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশালের হাতে। দশম বিপিএলের ফাইনালে হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল।

আরও পড়ুন: বিপিএলে সর্বোচ্চ রান কার— তামিম না হৃদয়ের?

এর আগে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা ফাইনালে এবারই প্রথম হারল।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে অঙ্কনের ৩৮ ও শেষ দিকে রাসেলের ১৪ বলে ২৭ রানে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ৬ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল।

বিপিএল ফাইনালে ছিল পুরস্কারের ছড়াছড়ি। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডারের পুরস্কার দিয়েছেন আয়োজকরা। ফরচুন বরিশালের শিরোপা উদযাপনের রাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বিপিএলের প্রাইজমানি

প্লেয়ার অব দ্য ফাইনাল: কাইল মায়ার্স– ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা)

বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ– ৮ ক্যাচ (৩ লাখ টাকা)

সর্বোচ্চ উইকেট শিকারি: শরিফুল ইসলাম– ২২ উইকেট (৫ লাখ টাকা)

সর্বোচ্চ রান সংগ্রাহক: তামিম ইকবাল— ৪৯২ রান (৫ লাখ টাকা)

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তামিম ইকবাল— ৪৯২ রান (১০ লাখ টাকা)

রানার্সআপ টিম: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা)

চ্যাম্পিয়ন টিম: ফরচুন বরিশাল (২ কোটি টাকা)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম