Logo
Logo
×

খেলা

বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৪:৫২ পিএম

বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মারা গেছেন। বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন ঘটনার পর শোকে স্তব্ধ পুরো দেশ। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালে ক্রিকেটাররা। 

টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন। 

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪১ লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ৩৮ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে এ কথা জানান ঢাকা জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বহুতল ভবনের একটি ফ্লোরে থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম