Logo
Logo
×

খেলা

মিলছে না বিপিএলের ফাইনালের টিকিট, ক্ষুব্ধ সমর্থকরা 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম

মিলছে না বিপিএলের ফাইনালের টিকিট, ক্ষুব্ধ সমর্থকরা 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল আগামীকাল। বিপিএল ফাইনাল ঘিরে টিকিটের জন্য মিরপুরে ভিড় দেখা যায় সমর্থকদের। তারকা উপস্থিতি দুই দলেই প্রায় সমানে সমান। জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বুঁদ হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন। 

 শুক্রবারের ফাইনালে মুখোমুখি হবে বিপিএলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কিন্তু ম্যাচের আগের দিন দুপুরে টিকিট শেষ। সকাল থেকে টিকিটের অপেক্ষায় লাইন দিয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তবে বেলা গড়িয়ে এলেও এখন পর্যন্ত টিকিট বিক্রির নির্দিষ্ট পয়েন্ট থেকে কোনো প্রকার ঘোষণাই আসেনি। অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ সমর্থকরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। দুপুরের কাঠফাটা রোদে দাঁড়িয়ে অনেকেই স্লোগান দিচ্ছেন বিসিবি এবং টিকিট বিক্রির প্রক্রিয়ার ওপর। অনেকেই আবার অনলাইনে টিকিট কেটেও অপেক্ষা করছেন প্রিন্ট কপির জন্য। এর আগে কোয়ালিফায়ারে অনলাইনে টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারার অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন। 

সময় যতই পার হচ্ছে মিরপুরগামী ক্রিকেট ভক্তদের ভিড় ততই বেড়ে চলেছে। সমর্থকদের চাপে সড়কে স্বাভাবিক যান চলাচলেও দেখf দিয়েছে বিঘ্নতা। বিপাকে পড়েছেন স্টেডিয়ামসংলগ্ন বিপণিবিতানের স্বাভাবিক কার্যক্রম। 

এদিকে বিসিবির ওয়েবসাইটে টিকিট কাটতে গেলেও দেখা গেছে সেখানে টিকিট ক্রয়ের সুযোগ নেই। ফাইনালের একদিন আগেও সেখানে ঝুলছে ‘No upcoming matches. Tickets are currently unavailable.’ লেখা একটি বার্তা। আবার টিকিট কবে নাগাদ ছাড়া হবে কিংবা ফাইনালের টিকিটের দাম কত হতে পারে, সেই সম্পর্কেও আনুষ্ঠানিক কোনো তথ্য বিসিবি থেকে জানানো হয়নি। 

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। প্রথম শিরোপার সন্ধানে থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম