Logo
Logo
×

খেলা

নেতার ছেলের জন্য জোর করে অধিনায়ক পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ পিএম

নেতার ছেলের জন্য জোর করে অধিনায়ক পরিবর্তন

হনুমা বিহারি

সবশেষ ক্রিকেট বিশ্বকাপে সাকিব আল হাসান চায়নি বলেই নাকি তামিম ইকবালকে ভারতে নেওয়া হয়নি। শুধু তাই নয়! সাকিব নাকি বলেছিলেন, তামিমকে দলে রাখা হলে বিশ্বকাপ খেলতে যাবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। 

বাংলাদেশের এই দুই সুপারস্টারের মতো ইগো সমস্যা দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেটেও। ভারতের চলমান রঞ্জি ট্রফিতে নেতার ছেলের চাওয়াতে নেতৃত্ব থেকে জোর করে সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার হনুমা বিহারী। 

ভারতীয় এই তারকা ক্রিকেটার সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাকে জোর করে নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। তার এমন অভিযোগের পর অন্ধ্র প্রদেশ ক্রিকেট বোর্ড তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। 

হনুমা সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে অধিনায়ক ছিলাম। সেই ম্যাচে দলের ১৭ নম্বর খেলোয়াড়ের উপর চিৎকার করেছিলাম। ও গিয়ে নিজের বাবাকে (যিনি একজন রাজনীতিবিদ) অভিযোগ করে। ওর বাবা রাজ্য সংস্থাকে নির্দেশ দেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। গত বারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে আমরা ৪১০ তাড়া করে জিতলেও কোনও কারণ ছাড়াই আমাকে পদত্যাগ করতে বলা হয়।’

হনুমার এমন অভিযোগের পর মুখ খোলেন তার সতীর্থ কেএন প্রুধবিরাজ। তিনি লেখেন, ‘আমিই সেই ছেলে যাকে আপনারা সবাই খুঁজছেন। যা আপনারা শুনেছে তা সম্পূর্ণ মিথ্যা। কখনো ব্যক্তিগত আক্রমণ এবং খারাপ ভাষা গ্রহণযোগ্য নয়। সবাই জানে সেদিন কী হয়েছিল। সে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।’

এরপর হনুমা একটি চিঠি পোস্ট করেন। সেই চিঠিতে তার ১৫ জন সতীর্থের সই রয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘হনুমার বিরুদ্ধে এক সতীর্থকে খারাপ ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে। কিন্তু সেদিন কেউ ওই ক্রিকেটারকে খারাপ ভাষায় আক্রমণ করেনি বা গালিগালাজ করেনি। হনুমা আমাদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসে। ওর নেতৃত্বে আমরা এক হয়ে খেলি এবং সে কারণেই আমরা সাতবার নকআউটের যোগ্যতা অর্জন করেছি।’

এমন বিতর্কের মধ্যেই হনুমাকে ইউটিউব শোতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘হনুমা, তুমি কি তৈরি?’ জবাবে হনুমা লেখেন, ‘তুমি তৈরি থাকলেই আমি তৈরি।’

অনেকে বলছেন অশ্বিনের সেই ইউটিউব শোতে হনুমা উপস্থিত হলে বিতর্ক আরও বেড়ে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম