বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম
আগামী মার্চ মাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
আসন্ন সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক দিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পর দিন দিল্লি হয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে অস্ট্রেলিয়া নারী দলের।
বাংলাদেশ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২১, ২৪ ও ২৭ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ সকালে সাড়ে ৯টায় শুরু হবে।
৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি হবে ২ ও ৪ এপ্রিল। টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ১২টায় শুরু হবে। ৫ এপ্রিল ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া নারী দল।
আসন্ন এ সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেন, সেপ্টেম্বরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, এ সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
অস্ট্রেলিয়া: অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি ও টায়লা ভ্লাইমিঙ্ক।