অঘোষিত ‘সেমিফাইনালে’ সাকিবদের ব্যাটিং বিপর্যয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার তথা অঘোষিত সেমিফাইনালে চরম ব্যাটিং বিপর্যয়ে সাকিব আল হাসানদের রংপুর রাইডার্স ।
ফাইনালের টিকিট নিশ্চিত করার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে রংপুর।
ইনিংসের প্রথম (৪.৪) পাঁচ ওভারের মধ্যে দলীয় মাত্র ২৭ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যান শামিম হোসেন, রনি তালুকদার ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়েছে রংপুর।
বাঁহাতি স্পিনার তানভিরের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ব্যাটিংয়ে প্রমোশন পাওয়া শামিম পাটোয়ারি। দলীয় ১০ রানে শামিমের বিদায়ের পর হাল ধরতে পারেনিন অন্য ওপেনার রনি তালুকদার ও তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসান। দলীয় ১৬ এবং ২৭ রানে ফেরেন রনি ও সাকিব।
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে রংপুর। কুমিল্লা বনাম রংপুর আজকের এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ১ মার্চের ফাইনালে।
তবে যারা হেরে যাবে তাদের জন্য আরও একটি সুযোগ থাকছে। তারা পরশুদিন বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হবে। সেই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত। তবে যারা জিতবে তারা আজকের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দলের সঙ্গে ১ মার্চ ফাইনালে মুখোমুখি হবে।