Logo
Logo
×

খেলা

মাতৃভাষা দিবস নিয়ে যা বললেন বাবর-নিশাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮ পিএম

মাতৃভাষা দিবস নিয়ে যা বললেন বাবর-নিশাম

আমার ভাষা অমর ভাষা বাংলা ভাষা। মাতৃভাষার সম্ভ্রম রক্ষায় ’৫২-র একুশে ফেব্রুয়ারি যে অভূতপূর্ব আত্মত্যাগের মহিমা বিচ্ছুরিত হয়েছে সালাম, রফিক, জব্বার, বরকতদের জীবন বিসর্জনের মধ্য দিয়ে, বিশ্বে তার নজির আর দ্বিতীয়টি নেই। একমেবাদ্বিতীয়ম ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধায় গোটা জাতি স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

মায়ের মুখের ভাষার প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে বাঙালি জাতি ১৯৯৫ সালের এদিন ‘একুশে’ থেকে সঞ্চিত করে আশক্তি। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো দের মতো ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ও নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস নিশাম। 

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলে যাওয়া পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। 

রংপুরের পোস্ট করা ভিডিওতে বাবর আজম বলেছেন, ‘আমি আমার মাতৃভাষা নিয়ে গর্বিত কারণ এটা আমাকে পরিচিতি দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাঈ বলেন, ‘ভাষা শুধু যোগাযোগের একটি মাধ্যম হলেও, আমাদের মাতৃভাষা আমাদের সংস্কৃতির সাথে যুক্ত করে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘আপনি যখন আপনার মাতৃভাষায় কথা বলেন, আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তরিক শুভেচ্ছা। আসুন বিশ্বজুড়ে মাতৃভাষার সৌন্দর্য এবং বৈচিত্র্য উদযাপন করি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম