Logo
Logo
×

খেলা

মদ খেয়ে ম্যাচ চালান আম্পায়ার, দাবি ভারতীয় তারকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ পিএম

মদ খেয়ে ম্যাচ চালান আম্পায়ার, দাবি ভারতীয় তারকার

ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি দাবি করেছেন, দেশের লোকাল আম্পায়াররা ম্যাচের আগের দিন রাতে মদ খেয়ে পরদিন মাঠে গিয়ে ম্যাচ পরিচালনা করেন। 

মনোজ তিওয়ারি বলেছেন, ‘ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় সমস্যা হল আম্পায়ারিং। আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, ভারতের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান খুব খারাপ। আমার মনে হয়, সময় এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চিন্তা ভাবনা করা উচিত যে, কীভাবে আম্পায়ারিংয়ের মান উন্নত করা যায়। এটা কিন্তু একটা বা দুটো মৌসুমের বিষয় নয়। আমি এই ধরনের ভুল বছরের পর বছর হতে দেখেছি। যা ম্যাচের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলেছে। বড় বড় ভুল হয়েছে। পাশাপাশি খুব ছেলে মানুষের মতো ভুলও হয়েছে।’

সম্প্রতি পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা আরও বলেন, ‘এক ম্যাচে আমি দেখেছি, আম্পায়াররা নো-বলের সিদ্ধান্তকেও তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়েছে। আমি তখন জিজ্ঞাসা করেছি স্যার আপনি প্রতি বলে কেন এমন করছেন? আমাকে উত্তর বলেছেন, আমি যদি বোলারের পপিং ক্রিজ দেখি তাহলে কী বল করছে, আমি দেখব কীভাবে? আমি তো তাহলে বোলারের বলটাই দেখতে পাব না! এমন অনেক সময় গেছে বল ব্যাটসম্যানের ব্যাটের কানায় লাগার আওয়াজ শুনতে পেলেও, আম্পায়াররা শুনতে পায়নি।‘

ভারতের হয়ে ১২টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মনোজ তিওয়ারি।প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করা সাবেক এই তারকা আরও বলেছেন, ‘আমি অনেক সময়ে দেখেছি আম্পায়াররা মাঠে নামার আগের রাতে এত বেশি মদপান করে যে, তাদের পরের দিন হ্যাংওভার কাটে না। তারা মাতাল অবস্থায়ই ম্যাচ পরিচালনা করে। তাদেরকে দেখে ঘুমন্ত বলে মনে হয়েছে। কীভাবে এই পরিস্থিতিতে ভালো ভাবে তাদের পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব? আমি জিজ্ঞেস করেছি, স্যার কাল রাতে কী খেয়েছিলেন? উত্তর পেয়েছি হুইস্কি। এমনটি বলে নিজেই হাসাহাসি শুরু করে দিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম