Logo
Logo
×

খেলা

যে কারণে মুশফিককে কৃতিত্ব দিলেন সালাউদ্দিন 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম

যে কারণে মুশফিককে কৃতিত্ব দিলেন সালাউদ্দিন 

মুশফিক হাসান মঙ্গলবার রাতে রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। টুর্নামেন্টে উড়তে থাকা রংপুরকে থামিয়ে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন এই তরুণ বোলার। ম্যাচ শেষে দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রশংসায় ভাসিয়েছেন মুশফিককে। শুরুটা করেন তার মানসিক শক্তির কৃতিত্ব দিয়ে।

সালাউদ্দিন বলেন, ‘মুশফিককে আমি বলব মানসিক শক্তির জন্য তাকে কৃতিত্ব দিতে হবে। যেখান থেকে সে শুরু করেছে একটা ওভারই করেছিল অনেক রান দিয়ে দিয়েছে। সেখান থেকে আবার নতুন করে কামব্যাক করা একটা ছেলের জন্য খুব কঠিন। চেষ্টা ছিল অনেক। সবচেয়ে বড় কথা হচ্ছে সে শিখতে পারছে অনেক। তার অনেক শেখার ইচ্ছা আছে সে ভালো করতে চায়। নতুন ছেলেকে ব্যাকআপ করাটা আমাদের দায়িত্ব। শেষ ২ ম্যাচ খুবই ভালো বোলিং করেছে। যেভাবে প্ল্যান ছিল সেভাবেই বোলিং করেছে। তার ভবিষ্যত ভালো আছে। তাকে প্রতিনিয়ত শিখতে হবে।'

সালাউদ্দিন বলেন, ‘আমি তো নরমালি চেষ্টা করি নতুন কোনো ছেলেকে নিয়ে এসে তাকে ব্যাক করার জন্য। এই কারণে মনে হয় কুমিল্লাতে সম্ভবত অনেক ছেলে আমরা পেয়ে যাই কুমিল্লা থেকে। এটা একেবারে প্রথম থেকেই হয়ে আসছে। যেহেতু আমি অনেক স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাই কুমিল্লাতে সেজন্য হয়ত সেই সুযোগটা আমার হয়ে যায়। অন্যান্য দলে আমি জানি না কীভাবে হয়। কিন্তু কুমিল্লাতে আমার এই সুযোগটা আছে। প্লেয়াররা, মালিকপক্ষও সবাই আমাকে সাপোর্ট করে। এই একটা কারণে হয়ত আমি নতুন অনেক প্লেয়ারকে দেখার সুযোগ পাই।’

তিনি আরও বলেন, আমি যখন কাউকে নেই অনেক চিন্তাভাবনা করেই নেই। (মাহিদুল ইসলাম) অঙ্কনকে আমরা গত ২টা বছর কিন্তু আমরা খেলাইনি এই বছর কিন্তু সে সুযোগ পাচ্ছে। জাকের (আলী অনিক)ও। আমি চেষ্টা করি যে যেখানেই খেলে সে যেন তার দায়িত্বটা পালন করতে পারে। এটার জন্য আমরা আরও ২ বছর ওয়েট করতে পারব। এটলিস্ট সে যেন একটা এস্টাবলিশড প্লেয়ার হয়ে তারপর যেন সে খেলাটা বুঝে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম