Logo
Logo
×

খেলা

শোয়েব-পত্নীকে দেখেই সানিয়ার নামে চিৎকার, রেগে গেলেন নতুন স্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম

শোয়েব-পত্নীকে দেখেই সানিয়ার নামে চিৎকার, রেগে গেলেন নতুন স্ত্রী

নিজের দেশেই বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদ। তার সামনেই টেনিস সুন্দরী সানিয়া মির্জার নাম নিয়ে চিৎকার করেন ভক্ত-সমর্থকরা। তারা এখনো শোয়েব মালিকের সাবেক স্ত্রী সানিয়া মির্জাকে ভুলতে পারছেন না। তাদের কাছে মালিক-সানিয়াই সেরা জুটি। 

রোববার মুলতানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয় স্বাগতিক মুলতান সুলতান। পিএসএলে করাচির হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সানিয়া মির্জার সদ্য সাবেক হওয়া স্বামী শোয়েব মালিক।

শোয়েব মালিকের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন তার নতুন স্ত্রী সানা জাভেদ। বাউন্ডারির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাকে দেখে দর্শকরা ভারতীয় টেনিস সুন্দরী শোয়েব মালিকের সাবেক স্ত্রী সানিয়া মির্জার নামে চিৎকার করতে থাকেন। 

ভক্ত-সমর্থকদের এমন চিৎকারে রেগে যান পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদ। তিনি দর্শকদের দিকে একবার তাকিয়ে তারপর মাঠ ছেড়ে চলে যান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাকে ধোঁকা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। সম্প্রতি হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় সানিয়া-শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন। তাদের ৫ বছর বয়সি ইজহান নামে একটি পুত্রসন্তান রয়েছে। সানিয়াকে বাদ দিয়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক।

আরও পড়ুন

>> জীবনের ম্যাচে হেরে গেলেন ‘টেনিস সুন্দরী’!

>> সানিয়া না শোয়েব, কে বেশি ধনী?

>> ‘পরিবারের মতের বিরুদ্ধে শোয়েবকে বিয়ে করে এখন আক্ষেপ হচ্ছে’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম