Logo
Logo
×

খেলা

প্রথম ভারতীয় হিসেবে যে রেকর্ড গড়লেন জয়সওয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম

প্রথম ভারতীয় হিসেবে যে রেকর্ড গড়লেন জয়সওয়াল

ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের অভিজাত ফরম্যাটে রেকর্ড গড়েছেন তরুণ ওপেনার জসবি জয়সওয়াল।

২২ বছর বয়সি এই ক্রিকেটার ক্যারিয়ারের মাত্র ৭ টেস্টের ১৩তম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান। 

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া রাজকোট টেস্টে ওয়ানডের স্টাইলে মারমুখি ব্যাটিং করে ২৩৬ বলে ১৪টি চার আর ১২টি ছক্কার সাহায্যে ২১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন জয়সওয়াল। 

টেস্ট ক্রিকেটে কোনো ইনিংসে এটাই কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে নভজ্যোত সিং সিধু ও মায়াঙ্ক আগারওয়াল ১২৪ এবং ২৪৩ রানের ইনিংস খেলার পথে ৮টি করে ছক্কা হাঁকিয়ে ছিলেন। 

তবে টেস্টে এক ইনিংসে রেকর্ড সর্বোচ্চ ১২টি ছক্কা হাঁকান পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। ২৮ বছর পর তার সেই রেকর্ডে ভাগ বসালেন জয়সওয়াল। 

টেস্টে এক ইনিংসে ১১টি করে ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টেল ও ব্র্যান্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, ইংল্যান্ডের বেন স্টোকস ও শ্রীলংকার বর্তমান তারকা ব্যাটসম্যান কুশাল মেন্ডিস।   

আরও পড়ুন

>> ডাবল সেঞ্চুরির পথে ওয়াসিমের রেকর্ডে ভাগ বসান জয়সওয়াল

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম