Logo
Logo
×

খেলা

রেকর্ডের ইতিহাস গড়ল অস্ট্রেলিয়ার নারীরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম

রেকর্ডের ইতিহাস গড়ল অস্ট্রেলিয়ার নারীরা

পার্থের ওয়াকায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ঐতিহাসিক প্রথম টেস্টে রেকর্ডের সুনামি বয়ে গেল। 

শনিবার তৃতীয় দিনে রেকর্ডের মালা গেঁথে প্রোটিয়া মেয়েদের ইনিংস ও ২৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। 

নারীদের টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। সব মিলিয়ে নারীদের ক্রিকেটে এরচেয়ে বড় জয় আছে মাত্র একটি।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৭৬ রানে। জবাবে অ্যানাবেল সাদারল্যান্ডের রেকর্ড দ্বিশতকে নয় উইকেটে ৫৭৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

নারীদের টেস্টে এটাই সর্বোচ্চ স্কোর। ২১০ রান করা সাদারল্যান্ড গড়েন মেয়েদের টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড (২৪৮ বলে)। পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা। দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও ২১৫ রানে অলআউট হয়ে লজ্জার হার বরণ করে নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম