Logo
Logo
×

খেলা

বাংলাদেশের তরুণ লেগ স্পিনারদের যে পরামর্শ দিলেন ইমরান তাহির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম

বাংলাদেশের তরুণ লেগ স্পিনারদের যে পরামর্শ দিলেন ইমরান তাহির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার ইমরান তাহির। 

সাকিব আল হাসানদের রংপুর রাইডার্সের হয়ে ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছেন ৪৫ বছর ছুঁইছুঁই এই তারকা লেগ স্পিনার। 

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৬৫ ম্যাচে অংশ নিয়ে ৩০৯ উইকেট শিকার করেন ইমরান তাহির। 

বাংলাদেশের তরুণ লেগ স্পিনারদের প্রতি পরামর্শ দিয়ে ইমরান তাহির বলেন, প্রত্যেক লেগ স্পিনার কিন্তু এক না, একেকজনের অ্যাকশন একেকরকম। তাদের প্রচুর বল করতে হবে। যখন তরুণ ছিলাম আমি দৈনিক ৩ ঘণ্টা বল করতাম। সেটা আমাকে ভালো বোলার করে তুলেছে। 

তিনি আরও বলেন, তরুণদের বুঝতে হবে কিভাবে বল করতে হবে। আমরা এটাই করি এবং এতে আমাদের লাইন লেন্থ ভালো হয়ে উঠেছে। তবে ক্রিকেট অনেক বদলে গেছে। এখন অনেক সুবিধা পাওয়া যায়, যা আমাদের সময় ছিল না। তাই ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে টার্গেট বোলিং করতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম