Logo
Logo
×

খেলা

সেঞ্চুরির রেকর্ডে রোহিতের পাশে ম্যাক্সওয়েল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম

সেঞ্চুরির রেকর্ডে রোহিতের পাশে ম্যাক্সওয়েল

৪১৫ রানের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে হেরেছিল ওয়েস্ট উন্ডিজ। রোববার অ্যাডিলেডে ৪৪৮ রানের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভাগ্য বদলায়নি ক্যারিবীয়দের।

গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ডছোঁয়া সেঞ্চুরিতে উইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। ম্যাড ম্যাক্সের তাণ্ডবে চার উইকেটে ২৪১ রানের পাহাড় গড়েছিল স্বাগতিকরা।

জবাবে নয় উইকেটে ২০৭ রানে থামে উইন্ডিজ। চারে নেমে ১২ চার ও আট ছক্কায় ৫৫ বলে ১২০* রানের বিধ্বংসী ইনিংস খেলা ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির রেকর্ডে ভারতের রোহিত শর্মার পাশে বসলেন।

পাঁচ সেঞ্চুরি করতে রোহিতের লেগেছিল ১৪৩ ইনিংস। সেই রেকর্ড ছুঁতে ম্যাক্সওয়েলের লাগল ৯৪ ইনিংস। শেষ তিন ইনিংসে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন ৫৭ ইনিংসে চার সেঞ্চুরি করা ভারতের সূর্যকুমার যাদবকে।

খুনে ব্যাটিংয়ে ২৫ বলে ফিফটি ও ৫০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ম্যাচসেরা ম্যাক্সওয়েল। এছাড়া অধিনায়ক মিচেল মার্শ ১২ বলে ২৯ ও টিম ডেভিড ১৪ বলে করেন ৩১* রান। পঞ্চম উইকেটে ম্যাক্সওয়েল ও ডেভিডের অবিচ্ছিন্ন জুটিতে ৩৯ বলে আসে ৯৫ রান।

স্বাগতিকদের ২৪১ রান অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি ২০তে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশাল রান তাড়ায় ৬৩ রানে পাঁচ উইকেট হারানো উইন্ডিজের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন রভম্যান পাওয়েল।

এছাড়া আন্দ্রে রাসেল ১৬ বলে ৩৭ ও জেসন হোল্ডার ১৬ বলে করেন ২৮* রান। ৩৬ রানে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার মার্কাস স্টয়নিস। আগামীকাল পার্থে সিরিজের তৃতীয় ও শেষ টি ২০।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২৪১/৪, ২০ ওভারে (ওয়ার্নার ২২, মিচেল মার্শ ২৯, ম্যাক্সওয়েল ১২০*, ডেভিড ৩১*। হোল্ডার ২/৪২)।

ওয়েস্ট ইন্ডিজ: ২০৭/৯, ২০ ওভারে (চার্লস ২৪, পাওয়েল ৬৩, রাসেল ৩৭, হোল্ডার ২৮*। স্টয়নিস ৩/৩৬, জনসন ২/৩৯, হ্যাজলউড ২/৩১)।
ফল : অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : গ্লেন ম্যাক্সওয়েল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম