Logo
Logo
×

খেলা

জাতীয় দল থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ পাকিস্তানি তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম

জাতীয় দল থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ পাকিস্তানি তারকা

পাকিস্তানের হয়ে গত তিন বছরে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ২৯ রান করেন আজম খান। প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় দল থেকে বাদ পড়ে যান ১১০ কেজি ওজনের এই ক্রিকেটার। 

জাতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ ২৫ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, ‘গত চার বছরে তিনবার দলে ফিরে এসেছি। কখনো পুরো সিরিজ খেলার সুযোগ পাইনি। কষ্ট তো লাগবেই। হয় আমাকে পুরো সিরিজে সুযোগ দিন, না হয় দল থেকে বাদ দিয়ে দিন। এভাবে ঝুলিয়ে রাখবেন না।’ 

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান জাতীয় দলের নির্বাচকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বাদ দিয়ে আমার মনের মধ্যেই সংশয় তৈরি করে দিয়েছেন। আমি ভাবছি, হয়তো এ পর্যায়ে খেলার মতো যোগ্যতা আমার নেই। যদি সেটাই হয় তাহলে ঠিক আছে। আমি নিজের রাস্তা খুঁজে নেব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম